
ময়মনসিংহ জেলার ভালুকায় একটি দোকানে নকল পিস্তল দেখিয়ে হুমকি ও হামলার অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। স্থানীয় জনতা সিফাত (১৬) ও সাদিকুল ইসলাম (১৮) নামের ওই দুই কিশোরকে আটক করে যৌথ বাহিনীর হাতে তুলে দেয়।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ জুন) দুপুরে, জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেট এলাকায় মো. আল-আমিনের দোকানে। ভালুকা মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি খেলনা।
আটককৃত সিফাত গফরগাঁও উপজেলার বারোবাড়ী ইউনিয়নের চারিপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং সাদিকুল ইসলাম একই উপজেলার চারিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন কিশোর পিস্তল দেখিয়ে আল-আমিনের দোকানে এসে অতর্কিত হামলা করে এবং দোকান বন্ধ করার হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করলেও একজন পালিয়ে যায়। দোকান মালিক আল-আমিন জানান, অল্প বয়সী ছেলেরা পিস্তল দেখিয়ে দোকানে হামলা করে এবং ব্যবসা বন্ধ করতে বলে। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে যৌথ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কয়েক দিন আগে দোকান মালিকের সঙ্গে সিফাতের বাবার কথা কাটাকাটি হয়েছিল, যার জেরে এই ঘটনা ঘটতে পারে।
ভালুকা আর্মি ক্যাম্পের কমান্ডার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এর পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর