
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি দুই দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে কাছারিবাড়ির দ্বার উন্মোচন করা হয়।
এর আগে গত ৮ জুন অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনার জেরে কর্তৃপক্ষ গত ১১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছিল।
এদিকে, অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির এক নেতাসহ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
কাছারিবাড়ি খুলে দেওয়ার পর সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, "কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনো পরিকল্পিত ঘটনা ছিল না। এটি কোনো মৌলবাদ বা রাজনৈতিক দলের কারণে ঘটেনি। এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই কাছারিবাড়ি আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।" তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় কবিগুরুর স্মৃতিবিজড়িত এই স্থানটি সুষ্ঠুভাবে পরিচালিত হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোনো নিদর্শনের ক্ষতি হয়নি। কবিগুরুর সম্মান বা মর্যাদাহানিকর কিছু ঘটেনি। এ বিষয়ে জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন এবং দ্রুতই বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, রবীন্দ্র কাছারিবাড়িতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং আর কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, বৃহস্পতিবার রাতভর যৌথবাহিনীর অভিযানে ৩ জন এবং পুলিশের অভিযানে ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে ১২ জুন আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মোট ৮ জন গ্রেপ্তার হলো। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহজাদপুর পৌর এলাকার রূপপুর মহল্লার বাসিন্দা অধ্যাপক আবু শামিম (৬০), রূপপুর নতুনপাড়ার শাহ আলমের দুই ছেলে রিমন হোসেন (২৫) ও সজিব হোসেন (২২), পাঠানপাড়ার শুকুর মাহমুদের ছেলে আশিকুর রহমান আরমান (২১), একই মহল্লার আব্দুল জব্বারের ছেলে তানভীর হাসান অর্ক (২২) ও চুনিয়াখালিপাড়ার আব্দুল আল মাহমুদের ছেলে জুবায়ের হোসেন (২৪)। এদের মধ্যে প্রথম তিনজনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, গত ৮ জুন শাহনেওয়াজ নামে এক প্রবাসী দর্শনার্থী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে ১০ জুন উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ হয়। এরপর কাছারিবাড়ির পাশ দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় একদল উত্তেজিত জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর