
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একটি মরিচ ক্ষেত থেকে গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট এলাকায় কৃষক সাব্বির আহমদ জমিতে কাজ করার সময় গ্রেনেডটি দেখতে পান। কোদাল দিয়ে মাটি কাটার সময় ধাতব বস্তুর শব্দ পেয়ে তিনি মাটি সরিয়ে কালো পলিথিনে মোড়ানো গ্রেনেড সদৃশ বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়দের পরামর্শে তিনি বিষয়টি বিশ্বম্ভরপুর থানা পুলিশকে জানান।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং শান্তিগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
শুক্রবার দুপুরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন জানান, এটি একটি সক্রিয় কে-৩৬ অথবা এম-৩৬ মডেলের গ্রেনেড ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি আগে থেকেই সক্রিয় করা ছিল। এটি মাটিচাপা দেওয়া ছিল এবং যে কেউ এটি হাতে নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
কে বা কারা গ্রেনেডটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর