
কুষ্টিয়ায় নতুন করে কোভিড সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। গত সপ্তাহে ঢাকা থেকে আসা দুজন কোভিড পজিটিভ রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা পরীক্ষার জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্থাপিত পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাসখানেক আগে বিষয়টি তাদের নজরে আসে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পিসিআর ল্যাবটি স্থাপিত হয়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এক বছর আগে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং দুজন কর্মচারীকে ল্যাবটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরির কথা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে গত চার মাসে এই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে। ল্যাব বন্ধের পর যাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের অবহেলা ছিল বলেও তিনি জানান।
সাধারণ মানুষের দাবি, দ্রুত পিসিআর ল্যাব পুনরায় চালু করে করোনা পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হোক। কারণ, নতুন করে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে এবং এর সঙ্গে চুরি হওয়া যন্ত্রপাতির ঘটনায় জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহফুজুর রহমান জানান, পরিস্থিতি এখনো ভয়াবহ না হলেও হাসপাতাল প্রস্তুত রয়েছে এবং আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সম্প্রতি দুইজন করোনা পজিটিভ রোগী ভর্তি না হয়ে ফিরে যাওয়ায় সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ থেকে জেলায় কোভিডে ৮৫৫ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। ২০২১ সালের জুলাই মাসে সবচেয়ে বেশি ৩ сорок два জন মারা যান।
বর্তমানে জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অন্তত ২০ জন নারী-পুরুষ জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। নার্সরা তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর