
উপকূলীয় দ্বীপ হাতিয়ার উন্নয়নে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও এই দ্বীপের মানুষ অবহেলিত এবং গত ১৭ বছরে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
শনিবার হাতিয়া দ্বীপ সরকারি কলেজ হলরুমে ভূমিহীন পরিবারের আয়োজনে ‘ভূমিহীন পরিবারের জীবনে নতুন ভোর, একটি স্বপ্নের যাত্রা, সম্মান ও স্বীকৃতির উৎসব’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, হাতিয়ার উন্নয়নের কথা বললেই একশ্রেণীর মানুষের গাত্রদাহ শুরু হয়। ফেরির ব্যবস্থা করতে চাইলে স্পিডবোট ও ট্রলার মালিকদের সমস্যা হবে, কারণ এতে তাদের ব্যবসায় হুমকি তৈরি হবে। ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিতে চাইলে ভূমিদস্যুদের গায়ে জ্বালা ধরবে। হাতিয়ার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ শুরু করলে অপরাজনীতি বন্ধ হয়ে যাবে। তাই হাতিয়ার মাটি ও মানুষের স্বার্থে একটি দীর্ঘ সংগ্রাম প্রয়োজন, যার মাধ্যমে এই দ্বীপে কোনো ভূমিহীন পরিবার থাকবে না।
ভূমিহীনদের রাজনৈতিক নেতারা যুগ যুগ ধরে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে আসছে উল্লেখ করে তিনি বলেন, এই মানুষগুলোর কথা গণমাধ্যমে আসে না, সুশীল সমাজের চোখে পড়ে না, সাংবাদিকদের দৃষ্টিতে আসে না।
হাতিয়ার নদী ভাঙ্গনের কথা উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, গত দশ মাসে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হাতিয়ার প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের বেশি জায়গায় জিও ব্যাগ ফেলার কাজ সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতা পেলে হাতিয়াতে স্থায়ী ব্লক বাঁধ দেওয়া হবে। তিনি আরও বলেন, ৫ আগস্ট ডঃ মুহাম্মদ ইউনুসের কাছে হাতিয়ার নদী ভাঙ্গনের কথা বলেছেন।
হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং ভূমিহীন পরিবারের সদস্য শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক ইউসুফ, হাতিয়া নিউ মার্কেটের সাধারণ সম্পাদক আবদুল কাদেরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে আবদুল হান্নান মাসুদকে 'ভূমিহীনদের বন্ধু' উপাধি দেওয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর