
বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় রওশন আলী রুশা (৬৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রওশন আলী উপজেলার জোনাইল দীঘইর গ্রামের মৃত জুরান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জোনাইল বাজারের একটি চায়ের দোকানে রওশন আলীসহ তার পক্ষের পাঁচজনের ওপর প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় রওশন আলী এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে বৃহস্পতিবার প্রতিপক্ষের পাল্টা হামলায় আরও পাঁচজন আহত হন।
পুলিশ জানায়, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ এবং অন্যটিতে বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজাম। এই বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
সংঘর্ষে আহত অন্য ব্যক্তিরা হলেন: হাবিবুর রহমান (৩৫), হাশেম আলী (৪৫), জিয়ারুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (২৭), বজলুর রহমান (৫০), সাদ প্রামাণিক (৪৭), আরিফ শেখ (৪০) এবং ফরহাদ সরকার (৬০)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, উভয় পক্ষের হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রওশন আলীর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর