নোয়াখালীর হাতিয়ায় একদল দুর্বৃত্তের বিরুদ্ধে মাছ ধরা জেলে ও ব্যবসায়ীদের কাছে দৈনিক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে মাছ বেচাকেনা ও ঘাট বন্ধ করার হুমকি দেওয়ার প্রতিবাদে মৎসজীবী, জেলে ও ব্যবসায়ীরা নিরাপদ ব্যবসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছেন।
আজ রবিবার দুপুরে উপজেলার কাজীর বাজার ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে হাতিয়ার বিভিন্ন ঘাটে চাঁদাবাজরা চাঁদার পরিমাণ বাড়িয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কাজীর বাজার ঘাটে জেলে ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে নদীতে মাছ ধরা বন্ধ এবং ঘাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া, প্রশাসনকে ভুল বুঝিয়ে ঘাটের সামনে জেলেদের সরঞ্জাম ও নৌকা ভেড়ানোর জায়গায় সংস্কার কাজ বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার জেলে বিপাকে পড়েছেন।
বক্তারা চাঁদাবাজদের আইনের আওতায় আনা এবং ঘাটে নিরাপদ ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
মানববন্ধনে ব্যবসায়ী ওসমান গণি, মো. নাছির উদ্দিন, নাজিম এবং জেলে প্রিয়লাল, ডিসেম্বর জলদাস, মালতি বালা জলদাসসহ অন্যান্য জেলেরা বক্তব্য দেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, চাঁদাবাজির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর