
নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সরকারপাড়া গ্রামে মোবাইল ফোন চেয়ে না পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা সাহা (১৫) নামের এক স্কুলছাত্রী। রবিবার (১৫ জুন) দুপুরে লোহাগড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শ্রীবর্ণা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্রীবর্ণা সাহা তার বাবা গৌতম কুমার সাহার কাছে গান শোনার জন্য একটি মোবাইল ফোন চায়। বাবা ফোন দিতে রাজি না হওয়ায় সে অভিমান করে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল সানী মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর