
যশোরের শার্শা উপজেলার কন্যাদহ পল্লীতে আজ বজ্রপাতে আইয়ুব হোসেন (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টার দিকে আইয়ুব হোসেন মাঠে গরু নিয়ে ঘাস খাওয়াতে গেলে বজ্রপাতের শিকার হন।
আইয়ুব হোসেন বেনাপোল স্থলবন্দরে ক্রেন সাইডে শ্রমিকের কাজ করতেন। তাঁর বিমাতা ভাই সহিদ আলী বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
আজ মাগরিবের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি কন্যাদহ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর