
সিংড়া উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিলন হোসেন রাকিব। নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নাটোর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মিলন হোসেন রাকিবকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম বলেন, মিলন হোসেন রাকিব একজন সৎ, সাহসী ও সাংগঠনিকভাবে নিবেদিতপ্রাণ নেতা। তিনি বিশ্বাস করেন, রাকিবের নেতৃত্বে সিংড়া উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
সংগঠনের নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিলন হোসেন রাকিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর