
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগে, সোমবার চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আটটি ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। ল্যাবগুলো হলো ইম্পেরিয়াল হাসপাতাল, মা ও শিশু জেনারেল হাসপাতাল, মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, পার্কভিউ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতাল।
পরীক্ষাগুলোতে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর