
বগুড়ায় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত তিনটার দিকে সোনাতলার নওদাবগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হান জানান, নিশান বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির বাজার) এলাকার বাসিন্দা। মাদক, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কার্যক্রমসহ তার বিরুদ্ধে পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গত ১৫ জুন বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঝোপগাড়ি এলাকায় নিশানকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
আহত উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. জাহাঙ্গীর আলম (৪২) এবং কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫) বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি নিশানকে ধরতে গেলে সে একটি দোকানে ঢুকে ধারালো ছুরি দিয়ে পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে আঘাত লাগে।
এ ঘটনায় ১৬ জুন বগুড়া সদর থানায় মামলা (নং-৩২) দায়ের করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত নিশান চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর