‘মেধা ও মননে সুন্দর আগামী’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বাস্থ্য ও অন্যান্য সচেতনতামূলক কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার করিমগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর কৈশোর কর্মসূচির আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত মেলায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার কিশোর-কিশোরী ক্লাবের দুই শতাধিক সদস্য অংশ নেয়।
মেলায় অংশগ্রহণকারীরা রক্ত পরীক্ষা ও গ্রুপ নির্ণয়, নিরাপদ খাদ্য, হাওরের জীববৈচিত্র্য, শিল্প ও কারুকার্য, নেতৃত্ব ও মূল্যবোধ, সামাজিক স্বাস্থ্য ও সচেতনতা, পিঠা কর্ণার, মা ও শিশু সুরক্ষা, পরিবেশ ও বনায়ন এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মোট ১০টি স্টল স্থাপন করে। স্টলগুলোতে কিশোর-কিশোরীরা নানা উদ্ভাবন, কুটির শিল্প ও রকমারি পিঠার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরে।
বিষয়ভিত্তিক উপস্থাপনা ছাড়াও কিশোর-কিশোরীরা সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয় ও দৌড়সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত মেলা প্রাঙ্গণ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত ছিল।
করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ প্রধান অতিথি হিসেবে মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুজ্জামান ভূঞা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর কিশোরগঞ্জ-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সজল মিয়া।
এছাড়াও, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার মো. জুয়েল খান, করিমগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জোনায়েদ আলম খান, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর করিমগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আল আমিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শনকালে কিশোর-কিশোরীদের উদ্ভাবনী ও মননশীল চিন্তা ও কাজের প্রশংসা করেন। পরে অতিথিরা মেলায় বিজয়ী স্টল ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর