
সুন্দরবনে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড কার্তুজসহ করিম শরীফ নামের এক দুর্ধর্ষ ডাকাত দলের সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৩ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ সোহেল হোসেন মিঠু (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোহেল দীর্ঘদিন ধরে ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি কাজে জড়িত এবং সে তার দলের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করত।
কোস্ট গার্ডের এই অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল জলদস্যু ও ডাকাতমুক্ত হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল। উপকূলীয় এলাকার জেলে ও মৎস্যজীবীরা এখন নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারছেন।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় তারা বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর