
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বেলতলা গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল অভিনব কায়দায় একটি বাড়িতে প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির মালিক সোলায়মান আলী (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৫০) এবং তাদের ছেলে শাহিন আলম (৩২) গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১টার দিকে ৪ জনের একটি দল কৌশলে ঘরে ঢোকে এবং খাটের নিচে লুকিয়ে থাকে। পরে শাহিন আলম মোবাইল ফোনে কথা বলার জন্য বাইরে গেলে তারা এই সুযোগটি কাজে লাগায়। পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে প্রথমে মাজেদা খাতুনের চোখ বেঁধে হাত-পা বেঁধে মারধর করে। এরপর সোলায়মান আলী ও শাহিন আলমকে অচেতন করে ফেলে। পরে তারা ঘর তছনছ করে প্রায় চার ভরি স্বর্ণালংকার ও ধান বিক্রির চার লক্ষ টাকা সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহবধূ মাজেদা খাতুন জানান, রাত আনুমানিক ২টার দিকে তারা ফোনে বলে, "বটতলা থেকে সিএনজি নিয়ে আসো, আমাদের অপারেশন সফল হয়েছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ওসি এসএম মুঈনদ্দিন জানান, শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সর্বশেষ খবর