মৌলভীবাজারের জুড়ীতে স্বাস্থ্য সহকারীরা তাঁদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মোঃ জাবেদুল আলম, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান ও সীমা রাণী দাস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক নকল চন্দ্র দাস ও দিপংকর যাদব, সাংগঠনিক সম্পাদক মোঃ এবাদুর রহমান, কোষাধ্যক্ষ বিকাশ রুদ্র পাল, দপ্তর সম্পাদক তাপস চন্দ্র দাস, প্রচার সম্পাদক মিন্টু দেবনাথ, সদস্য ফারহান ফেরদৌসি শিরিন, পান্না বিশ্বাসসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে জুড়ীর স্বাস্থ্য সহকারীরা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি করা, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।
কর্মসূচিতে বক্তারা বলেন, টিকাদানসহ অন্যান্য স্বাস্থ্যসেবামূলক কাজ টেকনিক্যাল হওয়া সত্ত্বেও তাঁদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়নি, ফলে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন।
স্বাস্থ্য সহকারীরা আশা প্রকাশ করেন, সরকার তাঁদের প্রস্তাবিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে। দাবি আদায় না হলে তাঁরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সালাউদ্দিন/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর