
নড়াইল: নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফনিভূষণ দাস বাড়ির পাশে চিত্রা নদীর শাখায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ের শিকার হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ফনিভূষণ দাসের সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। তার মৃত্যুতে পরিবার ও গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর