
ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২, ২০২৫-২৬ মৌসুমে উফশী জাতের আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুর রহমান মিলন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীগণ।
কর্মসূচির আওতায় রোপা আমন আবাদের জন্য উপজেলার ৩ হাজার ৭৫০ জন প্রান্তিক কৃষককে জন প্রতি ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর