সড়কের শৃঙ্খলা রক্ষা এবং পুলিশের শুদ্ধি অভিযান জোরদার করতে মাঠপর্যায়ে তৎপর হাইওয়ে পুলিশ। গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার ড. আ.ক.ম. আক্তারুজ্জামান বলেছেন, সততার সঙ্গে কাজ করতে এবং দুর্নীতিমুক্ত থাকতে তিনি বদ্ধপরিকর। কোনো পুলিশ সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আক্তারুজ্জামান আরও বলেন, তিনি নিজে কোনো প্রকার মাসোহারা বা দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করছেন। পুলিশের মধ্যে কোনো দুর্নীতি বা অনিয়ম থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। ভুঁইফোড় বা তথাকথিত সাংবাদিক পরিচয়ে পুলিশের সঙ্গে সখ্য গড়ে তুলে যারা দুর্নীতিতে যুক্ত থাকে, তাদেরও কঠোরভাবে দমন করা হবে। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে থ্রি-হুইলারসহ সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাইওয়ে পুলিশ সড়কের শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে শ্রীপুরে কর্মরত সাংবাদিকরা অবৈধ অটোরিকশা, মহাসড়ক দখল করে ভাসমান বাজার এবং মাওনা চৌরাস্তা উড়াল সড়কের নিচে ময়লার ভাগাড় নিয়ে প্রতিবাদমূলক বক্তব্য রাখেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধান, পৌর জামায়াতের আমির ডাক্তার আনিসুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ নওশাদ মোস্তাক মোল্লাহ্। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর