
ফরিদপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে তামিম (২১) ও আব্দুল্লাহ মারুফ (২১) নামের দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ধলার মোড়ে এই ঘটনা ঘটে।
নিহতরা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তামিমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এবং আব্দুল্লাহ মারুফের বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার উত্তর শরীফপুর গ্রামে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন জানান, শিক্ষার্থীরা কলেজের বাইরে থাকতেন। গোসল করতে গিয়ে স্রোতের টানে তারা ডুবে যান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর