
কুষ্টিয়া ইসলামিয়া কলেজে এইচএসসি পরীক্ষা ঘিরে একটি বিতর্কিত নোটিশ জারি করা হয়েছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কলেজের গেটে টাঙানো ওই নোটিশে উল্লেখ করা হয়, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ও কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে তীব্র সমালোচনা ও বিভ্রান্তি দেখা দেয়। পরীক্ষার্থীরা জানায়, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও কলম ছাড়া কীভাবে পরীক্ষায় অংশ নেবে, তা বোধগম্য নয়।
কলেজের অধ্যক্ষ জহুরুল হক জানান, এটি একটি ভুলবশত হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এমন ভুল তথ্য সম্বলিত নোটিশটি ছাপা হয়েছিল। ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সেটি সরিয়ে ফেলা হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষার হলে কী কী নিয়ে আসা যাবে, তা পরীক্ষার্থীরা অবগত এবং এ বিষয়ে বোর্ডের নির্দেশনা অনুসরণ করা হবে।
এদিকে, কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় এ বছর এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবস্থাপনা ও ডিআইবিএস পরীক্ষায় মোট ২০ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। জেলায় ৩৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ২৬৫ জন এবং ২৩টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর