
নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বনলতা মসলার মিলের কাছে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়।
আবির বড়াইগ্রামের মিলন হোসেনের একমাত্র ছেলে এবং বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আবির সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। রাত আনুমানিক ৯টার দিকে বনলতা মসলা ফ্যাক্টরির পাশে স্থানীয়রা একটি রক্তমাখা সাইকেল দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে ভুট্টার পালার নিচে আবিরের মরদেহ পাওয়া যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর