ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকালে সনাতন যুব সংঘের আয়োজনে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আকনপাড়া থেকে রথযাত্রা শুরু হয়। এটি কেন্দ্রীয় দুর্গা মন্দির, শ্রী শ্রী গৌড় নিতাই ভজন কুটির মন্দির প্রদক্ষিণ করে উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পর্যন্ত যায়।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার রথযাত্রার উদ্বোধন করেন।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, নরেশ চন্দ্র সরকার, শ্রী শ্রী গৌড় নিতাই ভজন কুটির মন্দিরের সভাপতি স্বপন কুমার ধর, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক তাপস কুমার সরকার, সুপ্রজিত সরকার খোকন, গণেশ দাশ, অরুপ সরকার রানা এবং প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় সনাতন যুব সংঘের সদস্য সচিব প্রভাকর সরকারের সঞ্চালনায় এবং আহ্বায়ক সঞ্জয় সরকার সভাপতিত্ব করেন।
শ্রী শ্রী জয়ন্ত গোস্বামী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন।
আগামী ৫ জুলাই শনিবার উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর