চট্টগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়, যেখানে নানা শ্রেণি-পেশার হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেন। এতে নগরীতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
নগরীর নন্দনকানন তুলসীধাম, নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং প্রবর্তকের শ্রীকৃষ্ণ ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। উৎসব উপলক্ষে দিনব্যাপী নামযজ্ঞ, মদনমোহন পূজা, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার পূজা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। তুলসীধামের মোহন্ত ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে ধর্মীয় আচার সম্পন্ন হয়।
ঢোল, শঙ্খ, উলুধ্বনি আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত শোভাযাত্রাটি নগরের শ্রীকৃষ্ণায়ন রথ, গঙ্গাবাড়ি, পাথরঘাটা, শাহাজীপাড়া, টেকপাড়া ও টাইগারপাস এলাকার বিভিন্ন মঠ-মন্দিরের রথসহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তুলসীধাম থেকে শুরু হয়ে নিউমার্কেট, লালদীঘি, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, প্রেসক্লাব ও লাভলেইন হয়ে রথযাত্রা নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।
অনুষ্ঠান উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সাম্যের ও সম্প্রীতির শহর। শহরের উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই ঐক্যই আমাদের শক্তি।’
তিনি রাজনৈতিক মতভেদ ভুলে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে অবদান রাখার আহ্বান জানান। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গঠনে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠন, এনজিও এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করার কথা বলেন।
মেয়র শাহাদাত হোসেন করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততার ওপর জোর দেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার ও নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজ বলেন, ‘রথের চাকা আমাদের জীবনে ভক্তির গতি এনে দেয়। এই রথ যেমন সম্মিলিতভাবে টানতে হয়, তেমনি জীবনের ভারও ভাগ করে নিতে হয় সবাইকে। রথযাত্রা আমাদের অন্ধকার পেরিয়ে আলোয় ভরা জীবনের দিকে এগিয়ে যেতে শেখায়।’
কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আয়োজনে পৌরহিত্য করেন তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী। অনুষ্ঠানে শীতলপুর লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ গোবিন্দ ব্রহ্মচারী, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্য রথগুলোর মধ্যে হাজারী লেইন শ্রীকৃষ্ণায়ন রথ, পাথরঘাটা জগন্নাথ মন্দিরের রথ, গঙ্গাবাড়ির রথ, গৌর গিরিধারী মন্দিরের রথ, সদরঘাট পার্বতী ফকিরপাড়ার রথ, মাইজপাড়ার রথ, ফিরিঙ্গীবাজার শাহাজীপাড়ার রথ, টেকপাড়ার রথ উল্লেখযোগ্য।
বিকেলে নগরীর বৌদ্ধমন্দির মোড় থেকে নন্দনকানন রাধামাধব মন্দিরের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন চসিক মেয়র শাহাদাত হোসেন।
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে রথযাত্রা উপলক্ষে ৯ দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বিকেলে প্রবর্তক মোড় থেকে রথযাত্রা বের হয়, যেখানে ঘোড়ার বহর, পালকিসহ বিভিন্ন পৌরাণিক সাজসজ্জা নিয়ে হাজার হাজার মানুষ অংশ নেয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর