
মৌলভীবাজারের জুড়ীতে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ হাজারো মানুষ অংশ নেন। রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
সনাতনী রীতি অনুযায়ী, আট দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। রথযাত্রা উপলক্ষে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জগন্নাথ জগতের ঈশ্বর এবং তাঁর অনুগ্রহে মানুষের মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর