ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় একটি কবর থেকে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র সাহা এবং উপপরিদর্শক (এসআই) কাউসার আহমেদ টিটুর নেতৃত্বে পুলিশের একটি দল গাজভিটা ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি পুরাতন কবরস্থানে অভিযান চালায়। সেখান থেকেই প্রসাধনীগুলো উদ্ধার করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর