দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (২৭ জুন) ধামরাই ৪শ বছরের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উদ্বোধনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় লাখো জনতার ঢল নেমেছে।
তিনি বলেন, এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ভবিষ্যতে আরও ভালো হবে। রথযাত্রার মাধ্যমে দেশের আবকাঠামো উন্নতি হবে। যশোমাধবের রথযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।
মব জাস্টিস প্রশ্নে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনোভাবেই মব জাস্টিস সহ্য করা হবে না। যদি কেউ মব জাস্টিস করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই।
শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাসের (অব.) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজীব প্রসাদ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ।
সর্বশেষ খবর