চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালেহা বেগম (৪০) নামের এক নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ জুন) তিনি মারা যান।
সিভিল সার্জন কার্যালয় শনিবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে।
মৃত সালেহা বেগম মীরসরাই উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি করোনা আক্রান্ত হওয়ার আগে থেকেই হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯১টি নমুনা পরীক্ষা করে নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন নগরের এবং দুইজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে চারজন এবং এভারকেয়ার হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসে চট্টগ্রামে মোট ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৬ জন পুরুষ, ৬৩ জন নারী ও একজন শিশু রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর