
নাটোর: বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে নাটোরের সিংড়া উপজেলায় আমিরুল ইসলাম নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ এলাকায় এ অভিযান চালানো হয়।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, আমিরুল ইসলাম হাতিয়ান্দহ গ্রামীণ ব্যাংকের পাশে আবাদি কৃষিজমি এস্কেভেটর দিয়ে কেটে অবৈধভাবে পুকুর খনন করে মাটি উত্তোলন করছিলেন। এ অপরাধে তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যথায়, তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হতো।
সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার আরও বলেন, সরকার নির্ধারিত আইন অনুযায়ী, অনুমতি ছাড়া বা পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে মাটি বা বালু উত্তোলন করা যায় না। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি জমির মারাত্মক ক্ষতি করে। তাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি ওই এলাকায় অবৈধভাবে কৃষিজমিতে পুকুর খনন করে আসছিল। এতে ফসলি জমির ক্ষতি হওয়া ছাড়াও আশেপাশের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় সরকারি অনুমতি ব্যতীত মাটি বা বালু উত্তোলনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর জন্য অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর