
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী ‘বাতায়ন’ বাসের চাপায় হাফিজুর রহমান (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার জাগরকোল এলাকায়। তিনি আহম্মদ আলীর ছেলে।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, কনস্টেবল হাফিজুর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে থানার সামনে দায়িত্ব পালন করছিলেন। এসময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তায় থাকা হাফিজুর রহমানকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে তাদের যোগাযোগ হয়েছে এবং আগামীকাল এ বিষয়ে একটি বৈঠক হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর