
কুমিল্লা সদরের আমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন বিলকিছ (২৮), আয়েশা বেগম (৪২), গিয়াস উদ্দিন (২৮) ও আব্দুল খালেক (২৯)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারে করে বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
আটক বিলকিছের বাড়ি নরসিংদীর রায়পুর থানার কাছারকান্দি গ্রামে। আয়েশা বেগমের বাড়িও একই গ্রামে। গিয়াস উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুরে এবং আব্দুল খালেকের বাড়ি একই থানার একলাছপুর গ্রামে।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর