
সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধ এবং জীবাশ্ম জ্বালানিকে ‘না’ বলার দাবিতে মোংলায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিঠাখালী বাজারে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে এই র্যালির আয়োজন করা হয়।
ধরিত্রীরক্ষা আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এই সাইকেল র্যালির আয়োজন করে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি অর্থায়ন জরুরি। তারা ঋণ বাতিল করে জলবায়ু খাতে অর্থ বরাদ্দের দাবি জানান। পাশাপাশি, মুনাফার পরিবর্তে মানুষের জন্য জলবায়ু অর্থায়ন এবং দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরে অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
'সুন্দরবন রক্ষায় আমরা'র নেতা মোঃ নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর নেতা জানে আলম বাবু, মোঃ হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ'র মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দূর্জয় প্রমুখ বক্তব্য রাখেন।
সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। তিনি পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধের দাবি জানান। পাশাপাশি, তিনি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিপূরণ এবং প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর