
তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই এখন প্রধান কাজ।
শনিবার (২৮ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সভায় বক্তব্য দেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তাঁদের সরকার স্বল্প সময়ের জন্য এসেছে এবং কিছু ইতিবাচক ধারা তৈরি করার চেষ্টা করছে। তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন।
১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকার স্মৃতিচারণ করে তিনি অবৈধ অস্ত্র উদ্ধার এবং নির্বাচনকালীন বৈধ অস্ত্র জমা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ওয়াহিদউদ্দিন মাহমুদ কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলকে ‘শ্বেতহস্তী প্রকল্প’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, টানেলটি চালু রাখতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। আনোয়ারা প্রান্তে নির্মিত রিসোর্টগুলোর জনশূন্যতার কারণে বিনোদন কেন্দ্র হিসেবে আকর্ষণীয় নয় বলেও তিনি মন্তব্য করেন। এসব রিসোর্ট বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহেদ হোসেন টানেলের ভেতর দিয়ে গাড়ি চলাচল কম হওয়ার বিষয়টি উল্লেখ করে বিকল্প সড়ক প্রশস্ত করার প্রস্তাব দেন।
বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর