
নাটোরের বড়াইগ্রামে নয় বছর বয়সী শিশু মিনহাজ হোসেন আবির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার বনপাড়া বাজারে এই কর্মসূচি পালিত হয়।
নিহত আবিরের বাবা মিলন হোসেন, মা আঁখি খাতুন, স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, আবিরের স্কুলের পরিচালক শহিদুল ইসলাম, শিক্ষিকা শারমিন আক্তার এবং শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, গত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মহিষভাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবির বাইসাইকেল ও মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে রাত নয়টার দিকে তাদের বাড়ি থেকে সামান্য দূরে নির্মাণাধীন একটি মসলা ফ্যাক্টরির পাশে আবিরের রক্তমাখা সাইকেলসহ মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশ আবিরের প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে।
আটককৃত শিশুটি পুলিশকে জানায়, মোবাইল ফোনে ভিডিও গেম খেলা নিয়ে আবিরের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। প্রথমে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সে ইট দিয়ে আবিরের মাথায় ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এত ছোট একজন শিশু একা এই ঘটনা ঘটাতে পারে না। তারা অধিকতর তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে আরও কারা জড়িত, তা চিহ্নিত করে তাদেরও গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর