
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারীদের পুরস্কৃত করা হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুরে তিনটি গ্রামের জামাতে নামাজ আদায়কারী ব্যক্তিদের নগদ অর্থ, গাছের চারা ও সম্মাননা প্রদান করা হয়।
সৈয়দ আল আমিন তালুকদারের সভাপতিত্বে এবং মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ লিয়াকত আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সংগঠনের পরিচালক এম এ মকসুদ জুনেদ, মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, নুরুল ইসলাম নাহিদ, জসিম উদ্দিন এবং স্থানীয় মসজিদের ইমামগণ।
প্রধান অতিথি প্রিন্সিপাল লিয়াকত আলী খান বলেন, জামাতে নামাজ আদায় করা কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি উৎসাহব্যঞ্জক। এর মাধ্যমে প্রতিটি পরিবারে যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অভ্যাস গড়ে ওঠে, সেই লক্ষ্যেই এই আয়োজন। তিনি দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য সকল অভিভাবকদের সন্তানদের নামাজ আদায়ে উৎসাহিত করার আহ্বান জানান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর