ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তার উদ্যোগে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডোমঘাটা থেকে তিন ওয়ার্ডের মোড় পর্যন্ত গ্রামীণ রাস্তা সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটিতে জমে থাকা কাঁদা সরিয়ে বালু দিয়ে চলাচলের উপযোগী করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পরবর্তীতে জামায়াত কর্মীরা বিষয়টি মাহফুজুর রহমান মুক্তাকে জানালে তিনি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।
শনিবার বাঘবেড় ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা এই রাস্তা সংস্কার কাজে অংশ নেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর