
রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। দুর্ঘটনার সময় তাদের কারও মাথায় হেলমেট ছিল না এবং উভয়ের পরনেই ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল জানান, “ঘটনাটি কাফরুল থানার সীমানায় পড়লেও ৯৯৯–এ কল পাওয়ার পর আমি নিজেই ঘটনাস্থলে যাই। গুরুতর আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে একজনকে ঢামেক (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) এবং অপরজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা জানান, দুজনই মারা গেছেন।”
তিনি আরও বলেন, “নিহতরা একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। দুজনের পরনেই ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি কাফরুল থানার আওতাভুক্ত হওয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসটি ওই থানার হেফাজতে হস্তান্তর করা হয়েছে।”
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। একজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং অপরজনের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর