
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাকোলিয়া বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
একইসঙ্গে ঐ ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোটি ব্যাটারিবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত আরিফুল মন্ডল সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আরিফুল মন্ডল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠায়।
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, এলাকাবাসী বিলে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আরিফুল মন্ডলের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর