
বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি। যুবকের পরনে ছিল কালো ফুল প্যান্ট ও ধূসর হলুদ রঙের গোল গলা গেঞ্জি। তবে মরদেহটি ফুলেফেঁপে যাওয়ায় আঘাতের কোনো চিহ্ন বোঝা যায়নি।
রবিবার দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের দক্ষিণে কামুচান মাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি বেশ কয়েকদিন পানিতে থাকায় আঙুলের চামড়া খসে গেছে, তাই পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর