
নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করতে একটি মহল ‘নন ইস্যুকে’ ইস্যু বানানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, যারা নির্বাচনকে ভয় পায়, তারাই এমন তৎপরতা চালাচ্ছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
রবিবার (২৬ মে) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগকে বাতাসকারী ও তাদের প্রহসনের নির্বাচনের পার্টনাররা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাইছে। তারা ভোটের সংখ্যানুপাতিক আসন ও আগে স্থানীয় সরকার নির্বাচনসহ অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তর্কযুদ্ধ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। এসব বিষয় জনগণের সাথে সম্পর্কহীন, যা গণতন্ত্র ও বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের পরিপন্থী। আধিপত্যবাদের প্রেসক্রিপশন অনুযায়ী এসব করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আওয়ামী প্রহসনের নির্বাচনের পার্টনার দলটির নেতা বিএনপির কাছে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি জানতে চেয়েছেন উল্লেখ করে প্রিন্স বলেন, বিএনপির সবচেয়ে বড় গ্যারান্টি হলো উপরে আল্লাহর ওপর ভরসা ও নিচে জনগণের ওপর আস্থা। যারা জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়েছে, তারা জনগণের ওপর আস্থার পরিবর্তে কূটকৌশল করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চায়। নিরপেক্ষ নির্বাচনে তাদের প্রাপ্তি বিষয়ে তারা অবগত। কেউ কেউ বিএনপি থেকে আসন পাওয়ার জন্য বিএনপিকে চাপে রাখতে নিত্য নতুন দাবি করছে।
তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে রোজার আগেই নির্বাচনের টাইমলাইন পাওয়ার পর কিছু দল দিশেহারা হয়ে পড়েছে। এজন্য নির্বাচন বিলম্বিত ও সুযোগ পেলে নস্যাৎ করতে সংস্কার ও বিচার প্রক্রিয়ায় নতুন করে জটিলতা সৃষ্টি করা হচ্ছে।
কর্মী সমাবেশে প্রিন্স দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠকে রোজার আগে নির্বাচন আয়োজনের ঐকমত্যের কথা ভুলে যাননি বলে আশা করি। প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনের উদ্যোগ না হলে বিএনপি ঘরে বসে থাকবে না, রাজপথেই ফয়সালা খুঁজে নিতে হবে। তিনি প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখার কথা জানান এবং আশা প্রকাশ করেন, তিনি প্রতিশ্রুত সময় অনুযায়ী আগামী রোজার আগেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন।
কর্মী সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম দলীয় নেতাকর্মীদের সতর্কতার সাথে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানান।
সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়্যারেস আলী মামুন বলেন, ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা দেশকে ভালোবাসে না, জনগণকে ভয় পায়। সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ নেতা কর্মীদের প্রতি আন্দোলন, সংগ্রাম এবং একই সাথে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান।
হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ.কে এম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর