
মানিকগঞ্জের হরিরামপুরে জুমার নামাজের পর মাদকবিরোধী বয়ান দেওয়ায় এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন সুলতানপুর গ্রামের জুয়েল খানের ছেলে জুলহাস (২২) ও রায়হান (১৯)।
মামলার সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বড় কামদিয়া এলাকার কবির শেখের ছেলে মুফতি মিরাজুল ইসলাম গত আট মাস আগে হরিরামপুর উপজেলার সুলতানপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন। তিনি প্রায়ই জুমার নামাজে মাদকের ভয়াবহতা নিয়ে বয়ান করতেন। এতে স্থানীয় কিছু মাদকসেবী ক্ষিপ্ত হয়।
ভুক্তভোগী মুফতি মিরাজুল ইসলাম জানান, ইমামতির শেষ দিনে তিনি মসজিদ কমিটিকে চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে জুলহাস ও রায়হান তাঁর পথরোধ করে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে হেনস্তা করে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খাঁ জানান, ইমাম সাহেব প্রায়ই মাদকের বিরুদ্ধে কথা বলায় কিছু যুবক ক্ষিপ্ত ছিল বলে জানতে পেরেছি। বিষয়টি আগে জানালে কমিটি ব্যবস্থা নিত।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, এ ঘটনায় ইমামের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুইজনকে আটক করে আজ সোমবার আদালতে পাঠানো হবে।
সর্বশেষ খবর