
রৌমারী (কুড়িগ্রাম), ৩০ জুন: কুড়িগ্রামের রৌমারীতে ২২১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিক হাসান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চর নুতুনবন্দর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রফিক হাসান রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৬ লক্ষ টাকা।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে ২২১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর