নাটোরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা বিআরডিপি কর্মকর্তা মোস্তফা শাহিন এবং উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও রেদুয়ানুল হালিম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সর্বশেষ খবর