
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার ধুপ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন কৃষক মাঠে কাজ শেষে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ও সিআইডি দল ঘটনাস্থলে গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন, মৃত ব্যক্তি কোনো পুরুষ এবং তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, অর্ধগলিত লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর