
সিরাজগঞ্জে দুইটি তাজা গুলিসহ রবিন কুমার কর্মকার (৩২) ও তৌফিক সরকার বাবু (৩৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে ডিবির ওসি একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃত রবিন কুমার কর্মকারের কাছ থেকে দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় বাপ্পি ওরফে পান্না (৪০) নামের আরও একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বাপ্পি টাঙ্গাইলের ভূয়াপুরের স্থায়ী বাসিন্দা এবং বেলকুচি চালা এলাকায় ভাড়া থাকত। তিনি নিষিদ্ধ সর্বহারা দলের সক্রিয় সদস্য এবং ২০২৩ সালের মে মাসে র্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।
ওসি একরামুল হোসাইন আরও জানান, গ্রেপ্তারকৃতরা বাপ্পি ওরফে পান্নার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। রবিন কুমারের বিরুদ্ধে অস্ত্র আইনসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় ডিবি এসআই শারফুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর