
দেশব্যাপী নারী নির্যাতন, অপহরণ ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সাতক্ষীরা শহরের পিএন স্কুল মাঠ সংলগ্ন সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তারা কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর উপর পৈশাচিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিচারহীনতার কারণে নারীরা আজ কোথাও নিরাপদ নয়। বিগত পাঁচ মাসে নয় হাজার একশটি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। বিচারাধীন রয়েছে ৬৫ হাজারের অধিক মামলা, যা নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র মনে করিয়ে দেয়।
বক্তারা আরও বলেন, সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগরে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণসহ দেশে নারী ও সংখ্যালঘু নির্যাতন, জমি দখল ও হত্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন।
গণপ্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন সংস্থা, মানবাধিকার সংগঠন, নারী অধিকার পরিষদ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর