
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বাহির সুখপাড়া খাল এলাকায় হরিণ শিকারের জন্য ফাঁদ পাতার সময় আরিফুল ইসলাম দুলাল নামের এক শিকারীকে আটক করেছে বন বিভাগ। সোমবার (৩০ জুন) সকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হরিণ শিকারের ৩০০টি ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণী পাচার রোধে বন বিভাগের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। স্মার্ট পেট্রোল টিম-২ এর একটি দল দুলালকে আটক করে। তার কাছ থেকে হরিণ শিকারের জন্য পাতা ৩০০টি ফাঁদ, হরিণ জবাইয়ের ছুরি, করাত, পলিথিন, প্লাস্টিকের বস্তা, দুটি পাতিল ও ১০০ ফুট রশি জব্দ করা হয়েছে।
বন কর্মকর্তা আরও জানান, ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে জনসাধারণের প্রবেশ বন্ধ থাকায় অভিযান পরিচালনা করতে সুবিধা হচ্ছে।
আটক শিকারী মো. আরিফুল ইসলাম দুলাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আবদুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর