
জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি বাজার ঋষিপাড়ায় মদ পান করে মাতলামির প্রতিবাদ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক দশটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউসি বাজার ঋষিপাড়ার বাসিন্দা সঞ্জিত মদ পান করে স্ত্রী আদুরীর সাথে ঝগড়া করছিলেন। প্রতিবেশী শামীম মিয়ার ছেলে আনিছ (২৫) তাদের ঝগড়া করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সঞ্জিতের লোকজন আনিছকে মারধর করে গুরুতর জখম করে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে কমল নিশি (২৫), নিখিল ঋষি (৬০), রবি ঋষি (১৯), বিকাশ (২৫), কল্পনা (৪৫) এবং আনিছ (২৫) সহ মোট আটজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আনিছকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম জানান, আনিছের অবস্থা আশঙ্কাজনক।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর