
নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে জনতার বাজার নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর গজনাইপুর ও দক্ষিণ গজনাইপুর গ্রামের মধ্যে জনতার বাজার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার একটি মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে দক্ষিণ গজনাইপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এরপর রবিবার যৌথ বাহিনীর অভিযানে ১৩ জনকে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সোমবার সকালে দক্ষিণ গজনাইপুর গ্রামের শিক্ষার্থী রাহেল আহমদ, তাহমিদ মিয়া, সাদিয়া আহমদ, জাহিদ আহমদ ও রিয়াদ পরীক্ষা দিতে গেলে উত্তর গজনাইপুর গ্রামের শুভ, মিজান ও ফাহাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং উভয় গ্রামের লোকজন এতে জড়িয়ে পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ গজনাইপুরের শিক্ষার্থীদের অভিযোগ, উত্তর গজনাইপুর গ্রামের লোকজন তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেয়। এ বিষয়ে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে তারা আলতাব মিয়া ও তার সঙ্গীদের বিরুদ্ধে বাধা ও মারধরের অভিযোগ করে।
অন্যদিকে, উত্তর গজনাইপুর গ্রামের শুভ, মিজান ও ফাহাদ পাল্টা অভিযোগ করে জানায়, জনতার বাজার ও পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করার কারণে দক্ষিণ গজনাইপুরের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করে আহত করেছে। আহত অবস্থায় তারা পরীক্ষায় অংশ নিয়েছে।
দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, কেন কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, তা তদন্ত করে দেখা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর