
যশোর সার্কিট হাউজপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের বারান্দা ধসে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু (৪৫)।
স্থানীয়রা জানান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির অধীনে সার্কিট হাউস রোডে দশতলা ভবনটির নির্মাণকাজ চলছিল। ইকবাল মঞ্জিলের পাশে নির্মাণাধীন ভবনটির ছয়তলার বারান্দা ধসে পড়লে ঘটনাস্থলেই মিজানুর রহমান ও নুরু নিহত হন। আজিজুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, ভবনটি নির্মাণে ত্রুটি ছিল এবং নির্মাণ বিধি মানা হয়নি।
সর্বশেষ খবর